নন্দিনী
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে নন্দিনী তোমার মনে আমি নেই
তোমার কাছে প্রেম নবডঙ্কা,
তোমার মনের নভ অঙ্গনে
প্রেমের হেলাল উদিত হয় নি
তাই প্রেমিক হারানোর করো না কোন শঙ্কা।
.
হে নন্দিনী জানি তুমি
আমায় ভুলে যাবে একদিন,
লাল টুকটুকে
বাচ্চার মা হবে যেইদিন।
.
তুমি ভুলে যাবে আমায়
হবে অপরের অর্ধাঙ্গিনী,
মিছে অলীক খোয়াবে বিভোর আমি
ভাবি তোমায় জীবন সঙ্গীনি?
.
হে নন্দিনী আমি ভালবাসা দিতে
পছন্দ করি নিতে নয়,
ভালবাসা দিয়ে যাব আজীবন
যত্তই হোক বক্ষ ক্ষয়?
.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১২-০৯-২০১৭ ২০:১৯ মিঃ
হে নন্দিনী আমি ভালবাসা দিতে
পছন্দ করি নিতে নয়,
ভালবাসা দিয়ে যাব আজীবন
যত্তই হোক বক্ষ ক্ষয়?

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।