হারিয়ে যাব তোমার মন থেকে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
লাল বেনারসি শাড়ী পরে
অবগুণ্ঠন দিয়ে পরের বাড়ি চলে যাবে,
অপরের ঘরণী - ধরণী হবে
আমার আর কি হবে?
.
আমি হয়তো উন্মাদ হবো
নয়তো ভবলীলার সাঙ্গ হবো,
আর কি হবে আমার
কিছুই হবে না?
.
দিনমান আর তোমায় বলবো না
ভালবাসি,
কখনো বলবো না যে একবার তোমার মুখটা
দেখতে দাও।
.
আমার কিছুই হবে না
তোমার লাল বেনারসি শাড়ীর
উষ্ণ ছোঁয়ায় ভুলে যাবে একদিন
বাচ্চা- কাচ্চার মা হবে
তখন ভুলে যাবে পাগল কে।
.
আমার আর কি হবে
হারিয়ে যাব তোমার মন থেকে,
দুদিনের বন্ধু- আমি
কর্মক্ষম নই যে
আমি হবো তোমার কাছে সোনার চেয়েও দামী?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১২-০৯-২০১৭ ২০:২২ মিঃ
হারিয়ে যাব তোমার মন থেকে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
লাল বেনারসি শাড়ী পরে
অবগুণ্ঠন দিয়ে পরের বাড়ি চলে যাবে,
অপরের ঘরণী - ধরণী হবে
আমার আর কি হবে?

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।