কাঙাল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে চঞ্চলা অবলা
হাত দুটো দাও বাড়িয়ে,
হাতে রেখে হাত
অজানার পথে যাই হারিয়ে।
.
তোমার কাকচক্ষু
নয়নের জল দিও,
কস্তুরি মৃগ তুমি
একটু ভালবাসার সুবাস দিও।
.
তোমার কবোষ্ণ ঠোঁটের
একটু পরশ দিও,
চূর্ণ কুন্তুলের একটু একটু মায়া
ললাটে মেখে দিও।
.
তোমার দন্তের চিকনাইয়ে
মোরে ঝলসে দিও,
তোমার ক্লহারময় বদনখানির
একটি ভালবাসা দিও।
.
তোমার নাসিকার একটু উষ্ণ হাওয়া দিও
ভালবাসা কে উড়াবো
মনের নীলিমায় একটু জায়গা দিও।
.
তোমার করোটির কিছু ঝিল্লি দিও
মগজে চাষ করবো,
ভালবাসা নামক পাগল কে উস্কে দিবো।
.
তোমার মেহেদি রাঙানো হাতের
হেম পরশ দিও,
উষ্ণ তনু কে পর্যদুস্ত করিও?
.
তোমার কন্ঠে কিছু কটুকাব্য
বলিও!
দিনমান -অহোরাত্র আমায় জ্বালিও
তোমার চক্ষের কিছু পাঁপড়ী দিও
মনের কালিমার কিছু কালি দিও
লিখে পাঠাবো শত প্রেম কাব্য?
দিনমান মিষ্টি কন্ঠে পড়বে
ক্যাসেটে রেকর্ড করে করবে তা শ্রাব্য।
.
তোমার বক্ষ মাজারে জায়গা দিও
কমলা পয়োধরের কিছু রস খেতে দিও,
তোমার কশেরুকায় মোরে বেধে রাখিও।
.
তোমার পাদপদ্ম দিয়ে মোরে দলন করে
শেষ করে দিও আমায়!
তবুও একটু ভালবাসা পাব
মরেও ভালাবাসার অমিয় প্লাবনে ভেসে যাব
কোন সে দূরে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৯-২০১৭ ২০:২৫ মিঃ

অজানার পথে যাই হারিয়ে।
.
তোমার কাকচক্ষু
নয়নের জল দিও,
কস্তুরি মৃগ তুমি
একটু ভালবাসার সুবাস দিও।