প্রেমের পরোটা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পরোটা বানাবে বলে সেই যে কবে চলে গেল প্রিয়সী
এখনো দেখা নেই,
পরোটার মাঝে নিজেকে ম্লান করলো
না কি গরম স্টোভে নিজেকে ভস্ম করলো?
.
সেই কবে যে গেল পরোটা বানাতে
এখন হল না পরোটা বানানো!
পরোটার ভাঁজে কি
না অন্য কারো বক্ষে মিশে গেছি প্রিয়সী ?
.
পরোটা বানাবে বলে সেই কবে চলে গেল
ঘন্টা,প্রহর পেরিয়ে গেল
গোধূলী বিকেল হল,
তবুও প্রিয়সীর পরোটা বানানো হলো না।
.
প্রিয়সী বু্ঝি প্রেমের পরোটা বানায়
তাই তার দেখা নেই,
প্রেমের পরোটা বিক্রি হচ্ছে খুব
সখার খোজ রাখার ফুসরত নেই হয়ে আছে নিশ্চুপ।
.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৯-২০১৭ ২০:২৭ মিঃ

সেই কবে যে গেল পরোটা বানাতে
এখন হল না পরোটা বানানো!
পরোটার ভাঁজে কি
না অন্য কারো বক্ষে মিশে গেছি প্রিয়সী