||আজ না হয় ভিজবো||
- ইয়াছিন সাঈদ আদিল ২০-০৫-২০২৪

বহুকাল ধরে,
কৃষ্ণচূড়ার পরাগ মেখেছি গাঁয়ে,
স্নান করেছি অথৈ নদীর সচ্ছ জলে,
হেঁটেছি জোসনার বুকেপিঠে,
বসেছি নিয়নবাতির নিচে।

আজ না হয় একটু ভিজবো আর কি,
বৃষ্টিতে;
না থাক.......!
আজ না হয় ভিজেই অশ্রুজলে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।