ভালবাসা ও ঘৃণা
- অরুণ কারফা

যারা ক’রে খায় হাত দুটো দিয়ে
আলোচনা হয় না যাদের নিয়ে
তাদের সঙ্গে মিত্রতা গড়তে
ভীষণ ইচ্ছে হয় নিঃশর্তে।

অন্যের মুখের গ্রাস ছিনিয়ে
যারা করে খায় চাবুক চালিয়ে
তাদের সঙ্গে কথা বলতে
আর ঘৃণা হয় পথ চলতে।

যাদের হাত গড়ে ইমারৎ বাড়ী
বিনিময়ে পেয়ে বেতের বাড়ি
তাদের ব্যবহার হলেও ভদ্র
প্রায়শঃ তারা হয় হতদরিদ্র।

অন্যের সব মেরে কৌশলে
যারা থাকে সেই রাজমহলে
তাদের না থাকলেও অভাব
সাধারণতঃ হয় খারাপ স্বভাব।

আসলেই এটা প্রকৃতির রহস্য
ভূরি ভূরি উদাহরণ আছে অজস্র
পেলেই মানুষ ধনরাশি
কাড়তে চায় অন্যের মুখের হাসি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৪-২০১৪ ১৪:১৩ মিঃ

চমত্‍কার হয়েছে কবি !