আমার হিয়ার মাঝারে প্রিয়ার স্থান
- অরুণ কারফা

আমার হিয়ার মাঝারে প্রিয়ার স্থান
আজো তেমন পরে রয়েছে ফাঁকা
ধৈর্য ধরি আর অপেক্ষা করি
যদি ঘুরে যায় ভাগ্যের চাকা।

কত বসন্তর হলেও বা অন্ত
নয়ন শুধুই দেখল বিশাখা
নব-কিশলয় বেরোলে ঠিক সময়ে
পেতই কাঙ্ক্ষিত জনের দেখা।

হয়ত সে ছিলও এসে যখন হেসে
চতুর্দিকে ভরা ছিল তমসে
নয়ত বা আলোকে অন্যমনস্কে
এসেই ফিরে গিয়েছিল নিমেষে।

যেমন মেঘ উড়ে যায় বা জুড়ে যায়
তারি মাঝে ভেসে বেড়ায় বলাকা
কিন্তু তারা গেলে আপন কুলায় চলে
আকাশেতে পাখা ছাড়েনা তো রেখা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।