দুষ্ট পুষি
- শাহ্ আলম শেখ শান্ত

দুষ্ট পুষি মিউ ডেকেছে
ভয় পেয়েছে শাবাব
কান্না কেন থামছে না তার
ভেবে মরে মাবাপ !
শোন রে বেটা দুষ্টপুষি
আচ্ছা জোরে মারবো ঘুষি
যতই বলো সরি আমার পায়ে পড়ি
পড়বে গলায় ছুরি পালাও তড়িঘড়ি !
তাই শুনিয়ে ছোচা বিড়াল
কেঁদে কেঁদে মরে
আর কোনদিন মিউ কবে না
বলছে দু'কান ধরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।