লাল নীল বেদনা
- মনিরুল ইসলাম ফারাবী ২৬-০৪-২০২৪

কত কথাই তো অব্যক্ত থেকে যায়
কি যায় আসে তাতে....
কত ব্যথাই তো থেকে যায়
অগোচরে........
কি দোষ দেবো কারে......

আজ ম্রীয়মান হয়ে গোচরে অগোচরে
আমি ধাবমান......
তুমি বোঝো নি আজো
হাসিমুখ কেনো ম্লান......

অবশ্য এটা সাভাবিক বটে
আমার বেদনা নীল....
তোমার বেদনা লাল হতে পারে
বেদনা আমার -- সেতো নীল.....

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।