ভেলকি
- মনিরুল ইসলাম ফারাবী ২৫-০৪-২০২৪

আমি ভরসার তীরে ডুবি নাই আজি -
ভরসার তীরে ডুবি নাই ।
আমি অশোক বৃক্ষে চূড়ায় উঠিয়া -
বাচিবার তরে মরি নাই ।

আমি অষ্ট ধাতুর আংটি পরি না
মানি না তাহার ভেলকি ,
আমি বিষাদের তরে না পারি মরিতে
না পারি ঘুমাতে তন্দ্রে ।

আমি অলসপুরের অলস নগরী-
দেব আজি লাল দহনে,
আমি বিশ্বমাতার বিশ্ব আচল -
রাঙাবো আজি রাঙা ভুবনে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।