মায়া কেন আমার মনে?
- ফাইয়াজ ইসলাম ফাহিম

এ্যাত্ত মায়া কেন আমার মনে
কিসে মায়া করি ললনার প্রতি,
যত্ত মায়া করি ততই
ঘৃর্ণার কার্তুজে পর্যদুস্ত হই।
.
তবুও মনের মায়া কমে না
বারংবার বৃদ্ধি পায়,
মন কে শতবার বললাম মায়া করিস না
ললনা কে ভালবাসিস না?
.
মন ঠিক ততবার ললনার
প্রেমে হাবুডুবু খায়
পরিশেষে ক্রন্দন করে,
করে হায় হায়!
.
মনটা বড্ড বেহায়া
বারংবার ললনার বক্ষের খোজে ছায়া,
ললনার বক্ষে জায়গা পায় না
মনে ততই করে মায়া?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০৯-২০১৭ ০৮:৩৮ মিঃ

মনটা বড্ড বেহায়া
বারংবার ললনার বক্ষের খোজে ছায়া,
ললনার বক্ষে জায়গা পায় না
মনে ততই করে মায়া