শীতের বুড়ি
- ইমরান আহমেদ

কুয়াশা তুই নেমে আয় রংধনু বেয়ে,
আমি একা বসে আছি তোর পথ চেয়ে।
তোর চাদরে মুড়িয়ে আনবি শীতের বুড়ি,
পরম আদরে এদেশ ঘুড়িয়ে করবো তার মন চুরি।
বুড়ির হাতের পিঠা খাবো সাথে খেজুরের গুড়,
তার মুখে শীতল গল্প শুনে কাটাবো দুপুর।
খাওয়াবো তাকে শীত সকালের গরম পিঠা ভাপা,
এ যে শীতের বুড়ি, এ কথাটি রেখে দেব চাপা।
বুড়ির নাকি ধবধবে শাদা তুলোর মতো চুল,
আনিস দেখবি, সেথায় গুঁজে দেব শিশির ভেজা ফুল।
বুড়ির নাকি চাঁদের পাড়ে সাত রাজাদের দেশ,
সে দেশের রূপকথার নাকি শুরু আছে, নেইকো তার শেষ।
সেথায় কি আছে পাতালপুরীর বীর রাজপুত্তুর?
যায় কি সেথায় পাড়ি দিয়ে তের নদী আর সাত সমুদ্দুর?
চাঁদের মতো মুখ খানা তার দেখবো আমি আজই,
ঠক ঠক ঠক হাড় কাঁপিয়ে আসে যেন সে শীতের বুড়ি সাজি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।