শিক্ষক
- প্রবীর রায়
শিক্ষক তুমি পরম গুরু দিলে মহান জ্ঞান,
তোমার চরণে অর্পি প্রণাম দিলে শিক্ষা দান,
তুমি হলে শিক্ষাগুরু আগাম ভোরের দিশা,
আমি শিষ্য অবুঝ বালক ঘোঁচাও মম নিশা,
তোমাতে ঘিরে ছোট্ট থেকে বুনি স্বপ্ন ঘুরি,
জ্ঞানহীন মস্তে বুদ্ধির বিকাশ ক্ষুদ্র সুপ্ত কুরি,
টাকা মূল্যহীন প্রাণ কোহিনুর মিষ্টি মাখা শাসন,
তোমার সাথে হাত ঘুরিয়ে ফুটিত মন আসন,
কেন তবে গুরু শিষ্যে ক্রোধ প্রহার এ ভ্রম,
যদি মানুষ হই তবে জিতিবে দাতার সর্ব শ্রম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।