বেকার
- ফাইয়াজ ইসলাম ফাহিম
শত বেকার ঘুরছে হাতে নিয়ে ফাইল
শুধু একটা চাকুরী পাওয়ার আশে,
আরে সরকারি চাকুরী না
পুলিশ- আর্মি না ব্যাংকার না?
.
সাধারণ গারর্মেন্টসের চাকুরী
তবুও হয় না
যুবকের নিঃশ্বাসে প্রকটিত হয় অসহায়ের ছাপ।
.
নারীর চাকুরীর হয় তবে
সম্মানে লাগে কলঙ্কের ছাপ।
.
সেদিন দেখলাম বেঙ্গল পলি এ্যান্ড পেপারেসের মূল গেটে
তাদের হা- হুতাশ দেখে আমার বক্ষ ফাটে।
.
কত যুবা ছেলে দাঁড়িয়ে আছে চাকুরীর আশায়
মাইনে কত জান শুধু চার হাজার টাকা
যে দেশে চাউলের কেজি ৭২ টাকা।
.
সেই দেশের শ্রমিকের মাসিক বেতন চার হাজার টাকা
হাস্য পায় রাঘব বোয়াল মালিকের কান্ড দেখে
অবহেলিত শ্রমিকের আর্তনাদ দেখে।
.
শ্রমিক এখনো মানুষ হয় নি
শ্রমিকের কি দাম আছে
ওরা তো কুত্তা,গরু,ছাগল,হাঁস
ওদের কি জীবন আছে করবে হাশ- পাশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।