জাদুকর
- ফয়েজ উল্লাহ রবি
“বোবার শহরে মাইক বেচি
অন্ধের শহরে চশমা,
বধির নগরেতে হেডফোন
ভীতুর গ্রামে ‘অ্যাজমা’।
আমার কথাই বলছি আমি
শোনেনা বোকার শহর,
হ্যামিলিন শহরে ছিলাম না
আমি চালাক জাদুকর।
অযোগ্যরা রাজ্যের উচ্চ পদে
যোগ্যরা ঘুরে বেকার,
প্রতিভাবান ভিন দেশে বাস
অধমের কারবার।
মন্দের জলসার সামিয়ানা
পতাকায় দেয় ঢেকে,
সত্য বলার লোক জাদুঘরে
বাচালে কান পাঁকে।
সুশীল সমাজ দলগত ভাগে
উচিৎ কথা নাহি কয়,
আপনার আখেরই গোছায়
তবে সামনে নাহি রয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।