প্রতিবাদী ভালবাসা
- অরুণ কারফা
আমার প্রিয়া বড়ই উদার
যদিও রাখেনা আমার আবদার
ক্ষণে ক্ষণে তাই বচসা বাধে
কে আর চায় তা দেখতে সাধে?
কৃষ্ণ হলে আমি, সে শুক্লপক্ষ
মেলে না তাই আমাদের অক্ষ
তা সত্ত্বেও এমন জড়িয়ে আছে
গুল্মলতা যেন এক গাছে।
ভোর হলে যেমন সূর্য উঠলে
লতা জেগে ওঠে পাখি ডাকলে
তেমনই ভাবে সে ওঠে জেগে
প্রতিবাদ করে অন্যায়ের রেগে
আর আমি থাকি সেই গাছটার মত
নির্লিপ্ত নিস্পৃহ উদয়াস্ত
জানি না কবে হলে প্রাণ প্রতিষ্ঠা
আমার মাঝেও দেখব সেই নিষ্ঠা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।