উন্মাদ কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
রাত্রি নিঝুম কেউ নেই পাশে
একটু খানি স্বপ্ন দেখতেই
কবিতা চোক্ষে আসে,
কবিতার কেশ, আহ্ কি মিষ্টি হাসি
কর্ণকুহরে আঘাত করে গলায় পরায় প্রেমের ফাসি।
.
কবিতা রঙ্গ- চঙ্গ নয় মৃদ্যু - মন্দ
কবিতার মনে সর্বদা আনন্দ,
কবিতার মন কবিতার মতো পরিষ্কার
কবিতা মম বক্ষ মাজারে ভালবাসার
করেছে আবিষ্কার।
.
আমার কবিতা সবিতা হয়ে দেয় মোরে আলা
নির্ঘুম রাতে এসে করে ভালবাসার খেলা,
কবিতা বড্ড উন্মাদ
অলীক খোয়াবে আসে
বাস্তবে ছুইতে পারি না যত্তই যাই কাছে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
২৮-০৯-২০১৭ ১৪:৩৬ মিঃ
রাত্রি নিঝুম কেউ নেই পাশে
একটু খানি স্বপ্ন দেখতেই
কবিতা চোক্ষে আসে,
কবিতার কেশ, আহ্ কি মিষ্টি হাসি
কর্ণকুহরে আঘাত করে গলায় পরায় প্রেমের ফাসি।
.
২৮-০৯-২০১৭ ১৪:৩৬ মিঃ
রাত্রি নিঝুম কেউ নেই পাশে
একটু খানি স্বপ্ন দেখতেই
কবিতা চোক্ষে আসে,
কবিতার কেশ, আহ্ কি মিষ্টি হাসি
কর্ণকুহরে আঘাত করে গলায় পরায় প্রেমের ফাসি।
.

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।