মৃত্যু
- আবরার আকিব

মৃত্যু

আমার হয়তো খুব তারাতারী মৃত্যু হবে,
সম্পদ বলতে যা আছে আমার
ডেসটিনি তে তীলে -তীলে জমানো লক্ষাধিক টাকা,
মাটির ব্যাঙ্ক এ জমানো হাজার টা লাল পয়শার কয়েন,
পদ্মার বুকে বিলীন হওয়া বসতবিটা, জমিজমা
আর চিরকুমার সংঘের সদস্যপদ।
যে টুকু সম্পদ না থাকলেই নয় তা আছে।
আমার নাকে শুধু ফিনাইলের গন্ধ আসে
আজরাইলের পায়ের আওয়াজের শব্দ শুনতে পাই,
চারপাশের পরিবেশ কবরের মতন লাগে।
আমায় ঘিরে বসে থাকে অসঙ্খ ঘুণপোকা
ডাস্টবিন থেকে ওঠে আসা জারজ কাক
আমি আজীবন ফাঁসিতে দন্ডপ্রাপ্ত অবৈধ আসামী
বৈধতার লাইসেন্স নেই বলে কত সহস্র বার ফাঁসিতে ঝুলতে হয়েছে আমায় ।
না আমাার মৃত্যু হয়নি
তবে এবার মৃত্যু আসবে আমার জীবনে।
নিজেকে নিজে নিঃশেষ করে দিব
আমার আর বাঁচতে ইচ্ছা করেনা
কী হবে আর বেঁচে থেকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।