বৃষ্টি আমার প্রিয়সী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বৃষ্টি আজ আমার
প্রিয়সীর শিঞ্জনী পরেছে,
বৃষ্টির শিঞ্জন শুনে
কেমন জানি বক্ষ উতালা হচ্ছে?
.
কেন মনে হচ্ছে এমন আমার,
তবে কি প্রিয়সী আজ
বৃষ্টি হয়ে এসেছি?
টিনের চালায় এ্যাত্ত ঝুমঝুম শব্দ কেন
আহ্ কি তমুল নিত্য
বক্ষ কাঁপে অঙ্গ কাঁপে কাঁপে আমার চিত্ত।
.
বের হতে পারি না
বৃষ্টি নিত্য ক্রমশ বেড়ে চলছে,
এই বুঝি প্রিয়সী কানে এসে
ভালবাসি বলছে?
.
বেমালুম তাই বুঝি না টিনের চালায় কে
কে সে আমার প্রিয়সী?
না বৃষ্টি রাণী
উন্মাদনা বেড়ে চলছে,
বৃষ্টি আমার প্রিয়সী এ মন বারংবার বলছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৯-২০১৭ ১৪:১৫ মিঃ

বৃষ্টি নিত্য ক্রমশ বেড়ে চলছে,
এই বুঝি প্রিয়সী কানে এসে
ভালবাসি বলছে?
.
বেমালুম তাই বুঝি না টিনের চালায় কে
কে সে আমার প্রিয়সী