কেউ ভাল নেই
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমার কবিতার রাণী ভাল নেই
আমি ভাল নেই,
আমার কবিতার ঘরে দৈন্য
আমি ভাল নেই
আমার কবিতার রাণী ভাল নেই।
.
কোন কিছুই ভাল নেই
আমার কবিতার রাণীর হা- হুতাশ
ক্রমশ বেড়ে চলছে,
আমার বক্ষে অগ্নি জ্বলছে।
.
আমি ভাল নেই আমার কবিতার রাণী ভাল নেই
কবিতার মলিন বদনখানি দেখলে
খুব কান্না পায়,
চোখের জলে জাহ্নবী নদী বয়ে যায়।
.
আমি ভাল নেই
আমার কবিতার রাণী ভাল নেই,
আমার কবিতার মুখে হাসি নেই
আমার মনে আনন্দ নেই।
.
আমি ভাল নেই
আমার কবিতার রাণী ভাল নেই,
কোন কিছু ভাল নেই
ভাল নেই! ভাল নেই! কেউ ভাল নেই?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।