বসন্তের বিদায়
- অরুণ কারফা

ভাল লাগে তার হেঁটে হেঁটে আসা
বসন্তের পায়ে পায়ে
ভাল লাগে না ঝটিকায় যাওয়া
কাল বৈশাখীর ঘায়ে।

ভাল লাগে তার মুচকি হাসি
বাসন্তী পুর্ণিমার সাঁঝে
ভাল লাগে না বিদায় নেওয়া
ভীষণ দাবদাহের মাঝে।

ভাল লাগে বলেই চাই সে আসুক
দখিনা হাওয়ায় ভেসে
মন কষ্ট পায় যেই সে ফিরে যায়
চৈত্র মাসে শেষে।

আবার ভাল লাগবে যখন সে আসবে
ফাগুনের আগুন নিয়ে
কাটবে শৈত্য গলবে চিত্ত
প্রেমের বাণী দিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।