নুর
- ফয়েজ উল্লাহ রবি

মনোরম দেখতে সবই
চেহারাটায় আলো,
বাহিরে তার রূপসজ্জা
ভেতরটায় কালো।
গঠন তার মানুষের ন্যায়
ভিতরে বাস পশু,
বড়-বড় কথা বলে সে
যেন তিনিই যীশু।
মানবিকতা নেই যে তার
বুঝেনা আসল-নকল,
সব কিছুতেই দাবী করে
করে নেয় সব দখল।
মানুষ রূপের পশু তিনি
কেমনে মানুষ বলি,
একলা আমি হারি-জিতি
তার পথে না চলি।
দুই দিনের এই রঙ্গের দুনিয়া
হঠাৎ চলে যেতে হবে,
ডাক আসবে কখন অপেক্ষায়
ভাল কাজ করবো কবে।
চল আজ হাতে-হাত কাঁধে-কাঁধ
মন্দ যতো করে দূর,
আঁধার হারিয়ে, সত্য সুখের পৃথিবী
ভালবাসার ছড়াই নুর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।