নকলের ভিড়
- ফয়েজ উল্লাহ রবি

আসলের আকাল পরেছে
শত নকলের ভিড়ে,
সম্মানী মিথ্যে বলার লোক
সত্য আসে ফিরে।

চৈত্র রৌদ্দে খাঁখাঁ বুক
কান্নার নেই জল,
দলে-দলে অসার মানুষ
যেন মিথ্যের কল।

সুখ নামের ঐ সোনার হরিণ
ধরতে চায় না কে,
আসল-নকল, না খোঁজেই
সামনে যাচ্ছে সে।

দিকে-দিকে রব উঠেছে
আসলের আকাল,
নকল নিয়ে বেঁচে মানুষ
মন্দ হউক আকার।

আমি-তুমি ভালোর খোঁজে
মন্দ থেকে উত্তম,
নকল চাই না কেউ মোরা
মিলোক মধ্যম।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।