সঙ
- ফয়েজ উল্লাহ রবি
নকল খবর পত্রিকায়
নকল টিভিতে,
আসল আইডি কয়জন?
নকল এফবিতে।
নকল সাংবাদিক, ভুয়া কবি
নামের জোরে বাজে,
বড়-বড় কথা বলে
থাকেনা এতোটুকু লাজে।
নকল চেহারায় লুকিয়ে আছে
আসল মুখের ছবি,
সে পায়না প্রকাশ কদাচিৎ
নকল আঁকেন কবি।
সাদা-কালো রং মাখিয়ে
সঙ সাজে সংসারে,
পাল্টে রং নিত্য নানা রঙ্গে
বদলায় বারে-বারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।