আরাধনা-১৮
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ২৬-০৪-২০২৪

হে পরোয়ারদিগার,
আমার পুণ্যে তোমার নেই উপকার,
আবার আমারি পাপ কাজে
নেই ক্ষতি তোমার মাঝে।
আমিই শুধু খেয়ানত করি,
তোমার অধিকার।

আমি শুধু আমারি ভুলে-
ক্ষতির পথ নিচ্ছি তুলে,
ধ্বংসগ্রস্ত যত পথ-
আঁকড়িয়ে এনেছি বিপদ,
শয়তানেরে অনুস্মরণ করি-
হয়েছি অযোগ্য রহমত পাবার।

হে দয়াময়,আমি নিষ্প্রাণ-দুর্বল,
তুমি সর্বশক্তিমান-চির সবল।
তুমি রহীম-রহমান,
নেই কেহ তোমার সমান।
আমার যত পাপ মার্জনা করি-
জাহান্নাম হতে করিও পার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।