স্বরবর্ণ- ২
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ২৭-০৪-২০২৪

অ- অজু মুমিনের সর্বোত্তম সাজ,
আ- আগে নামাজ,পরে অন্য কাজ।

ই- ইহকালের ফল পরকালে পাবে,
ঈ- ঈমানদারগণ শুধু জান্নাতে যাবে।

উ- উরশ মাজারে কভু ধাবিত করোনা মন,
ঊ- ঊষা শেষে জমিনে করো রিজিকের অন্বেষণ।

এ- একাত্মবাদ একেশ্বরে একনিষ্ঠ করো ঈমান,
ঐ- ঐকমত্য মানো,ইজমা-কিয়াস,হাদীস ও কুরআন।

ও- ওড়না দিয়ে ঢাকো মাথা,বাড়বে তোমার মান,
ঔ- ঔষধ উছিলা, শেফা মহান আল্লাহর দান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।