মুক্তি
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

দাও মৃত্যুক্ষুধা, দাও দারিদ্রতা,
দাও দাসত্ব জীবন, দাও পরাধীনতা।
জগতের যত অভিশাপ---
দাও চির দুঃখ অনুতাপ।
দাও অসুস্থতা, আমৃত্যু রোগশোক,
শত্রুতা বাঁধুক যত আপন লোক।
দাও পঙ্গুত্ব, চির বোবা, বধির-অন্ধ,
দাও নির্বাসন, কারাবাস, আমরণ দন্দ।
দাও ধ্বংস, নির্বংশ, অনাথ-অবলা প্রান,
দাও লাঞ্ছনা, বঞ্চনা, ভিখারি নিচু মান।
দাও দুর্বলতা, নিষ্প্রাণ, চির শক্তি হীন,
শুধু, মুছে দাও প্রভু, আমার সকল ঋণ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-০১-২০১৮ ০০:৫৫ মিঃ

খুব ভালো লাগলো ।