টু-লাইনার
- ফয়েজ উল্লাহ রবি

চলছে সময় ধীরে-ধীরে, থামেনা নিতে অবসর,
থামে মানুষ ব্যস্ত অলস, সময় করেনা কোন স্বর।।

রাত গভীরে ঘুম ভেঙ্গে যায় কতো কিছু ভাবি রোজ
সকাল হলে সব ভুলে যাই রাখিনা তার কোন খোঁজ।।

মহাকাল ভুলে যাবে, হারিয়ে যাবো তুমি-আমি
রবে কর্ম, ভাল-মন্দ, টিকে থাকবে অন্তর্যামী।।

পোস্টার আর ব্যানারে-ব্যানারে দেশ যাবে ছেয়ে,
যদি নোবেল লিস্টে থাকে শেখ সাহেবের মেয়ে।।

শান্তির দূত সুচি এখন অশান্তিরই কারণ
অট্ট হেসে গণহত্যায় শুনেনাতো বারণ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।