জেল খানায় বন্দি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কোথায় বন্দি হলাম
এ কোন জেলখানা,
দিনমান কর্মে নুয়ে যাই
একটু দম নেওয়ার ফুসরত নেই।
.
দিনমান চলছে রাত নেই
দিন নেই,
কখন রাত কখন দিন তা বোঝায় যায় না।
.
এটা আজব জেলখানা
মাঝে মাঝে স্বস্তি পাই কিছু সময়ের জন্য,
কিন্তু আবার চলে যাই জেলখানায় স্ব ইচ্ছায়
নিজের শক্তি যে বিক্রি করেছি টাকার কাছে।

.
আজ নিজেকে ভীষণ দূর্বল মনে হচ্ছে
আর কত কাল এ জেল হাজতে বন্দি থাকবো
কে বা জানে,
আর কত ঘাম ঝড়াবো এই জেল খানায়।
.
আর কত কষ্ট সইতে হবে
কে বা জানে,
নাকি আজীবন থাকবো এই জেল খানায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।