জীবনটা বিক্রি করলাম কবিতার কাছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

জীবনটা বিক্রি করলাম
কবিতার কাছে,
কবিতা ছাড়া কে বলো আর আমার আছে
কবিতায় আমার সব,
আমার বেঁচে থাকার একমাত্র সম্বল।
.
কবিতা ছাড়া আর আমার আপন বলতে কেউ নেই
কবিতায় আমার খোজ খবর রাখে,
আমায় দেখ- ভাল করে।
.
কত বন্ধু হারিয়েছি
তবে কবিতাকে হারাতে পারিনি
কবিতা আমাকে ছেড়ে যেতে চায় না।
.
কত যে অপমান করলাম কবিতাকে
তবুও কবিতা মনে বাস করে ,
কবিতা কে মন থেকে বিতাড়িত
করতেই পারি না।
.
যত বিতাড়িত করতে চাই
ততই মনে শিকড় গাড়ে,
তাই কবিতার কাছে নিজের জীবন বিক্রি করলাম?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।