আমিও সংগ্রামী মানুষ হতে চাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমিও সংগ্রামী মানুষ হতে চাই
খেটে খাওয়া মানুষের কষ্ট বুঝতে চাই,
কেমন করে ওরা যুদ্ধ করে
নিজের সনে এই পৃথিবীতে বেঁচে থাকার তাগিদে।
.
আমিও সংগ্রামী মানুষ হতে চাই
বেচে থাকার জন্য কিছু কষ্ট করতে চাই,
খেটে- খাওয়া মানুষদের কষ্ট দেখতে চাই
কিছু কষ্ট পেতে চাই।
.
আমিও দেখতে চাই কেমন করে ওরা যুদ্ধ করে
নিজের নিজের বিবেকের সনে,
নিজের শরীরের সনে
কেমন করে যুদ্ধ করে ওরা বেঁচে থাকে
এই জগত সংসারে।
.
আমিও সংগ্রামী মানুষ হতে চাই
কিছু কষ্ট বুঝতে চাই,
খেটে মানুষের আর্তনাদ জানতে চাই
বুঝতে চাই,
কেমনে করে ওরা বেঁচে আছে সংগ্রাম করে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।