ছুটছে সবাই ছুটছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ছুটছে সবাই ছুটছে
কারো পানে দেখার কারো সময় নেই,
ছুটছে সবাই ছুটছে
কারো হাতে ব্যাগ,কারো হাতে খাওয়ার বাটি
কারো কোলে ছ'মাস বয়সের কচি বাচ্চা।
.
ছুটছে সবাই ছুটছে
কার আগে কি যেতে পারে,
কার আগে কে বসের মন যোগাতে পারে
ছুটছে সবাই ছুটছে।
.
কে ধাক্কা খেল
কে মাটিতে পড়ে গেল,
কারো দেখার ফুসরত নাই
সবাই ছুটছে ছুটছে
যেন সবাই পাগল!
কারো বারেক ফিরে
চাইবার সময় পর্যন্ত নেই।
.
ছুটছে সবাই ছুটছে
পাগলের মতো ছুটছে,
মাস শেষে মেকি কিছু শ্রমের টাকা লুটছে
ছুটছে সবাই ছুটছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।