স্বপ্ন বিলাসী কন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

স্বপ্নবিলাসী কন্যা
স্বপ্ন বিলিয়ে কোথায় তুমি যাও,
ভালবাসার একটু স্বপ্ন
আমার চোখে দাও।
.
প্রলাপ বকো না স্বপ্নবিলাসী
করো না আমার সনে আড়ি,
এসো স্বপ্নে হাতে রেখে হাত
অজানার পথে যাই হারি!
.
স্বপ্ন বিলাসী কন্যা তুমি
আমার ভালবাসার কুবলয়,
তোমায় ভালবেসে
মনের কষ্ট করতে চাই ক্ষয়।
.
স্বপ্ন বিলাসী জায়গা দাও আমায়
তোমার মোহ্ডোরে,
তোমায় আমি ভালবাসবো আজীবন
সংসার বাঁধিবো ছোট্ট কুঁড়ে ঘরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।