এটা কি জীবন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
এটা কি জীবন,
এভাবে কি মানুষ বাঁচে
এভাবে কি বেঁচে থাকা যায়।
.
এ্যাত্ত কষ্ট কেন শ্রমিকদের
খেটে খাওয়া মানুষদের,
হাড়- ভাঙ্গা পরিশ্রম
তবুও কেন দু- বেলা ভাত জোটে না তাদের।
.
কষ্টের নিগড় পরে কেমনে
বেঁচে থাকে শ্রমজীবী
মানুষ গুলো,
সারাদিন কাজ করছে
সকাল থেকে রাত তবুও কাজ শেষ হয় না।
.
সুপার ভাইজারের বকাককি
অসভ্য মানেজারের চোখাচোখি
খু্ব স্পর্শ কাতর,
খুব বেদনার্ত কেমনে বলি এ কষ্টের কথা।
.
এভাবে কি চলে তাদের নিত্য জীবন
এটাই কি তাদের জীবন গাঁথা,
আমি যত ভাবি ততই, বেড়ে যায় মম বক্ষের ব্যথা
শ্রমিক নিত্য পিষ্ট হয়, হায়রে টাকার যাঁতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৬-১০-২০১৭ ০৯:৪৩ মিঃ
কষ্টের নিগড় পরে কেমনে
বেঁচে থাকে শ্রমজীবী
মানুষ গুলো,
সারাদিন কাজ করছে
সকাল থেকে রাত তবুও কাজ শেষ হয় না।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।