সেলিনা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে আমার সেলিনা হে আমার প্রেমাস্পদা
হে আমার চোক্ষের আলা
হে আমার কবিতার রাণী,
আমায় কভু ছেড়ে যেও না
ভুলে যেও না।
.
তোমাতে হারাতে চাই
তোমার সর্বাঙ্গে মিশে যেতে চাই,
তোমার ভালবাসা পেতে চাই
তুমি কি জায়গা দিবে তোমার
মোহ্ডোরে?
.
আমায় কি বাসবে ভাল
আমার কি রাখবে কথা,
হে আমার সেলিনা হে আমার প্রেমাস্পদা
তেমায় ছাড়া ভাল লাগে না কিছু
কেন যে নিলাম তেমার পিছু।
.
নির্ঘুম রাত কাটে না আমার
এপাশ- ওপাশ করে কাটাই,
তুমি ছাড়া একটি রাত খুব দূর্বিষহ
যত্ত রাত হয় শরীরে বেড়ে যায় তাপদাহ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-১০-২০১৭ ০৯:৪৩ মিঃ

নির্ঘুম রাত কাটে না আমার
এপাশ- ওপাশ করে কাটাই,
তুমি ছাড়া একটি রাত খুব দূর্বিষহ
যত্ত রাত হয় শরীরে বেড়ে যায় তাপদাহ