বোরিং ভালো
- প্রবীর রায়
সুস্থ প্রাণে বোরিং অভিশাপ,জীবন করে ক্ষয়,
একলা রই চুপ করিয়া,কাঁদাই মৃত্যু ভয়,
ক্ষোভে ভেবোনা ঈর্ষায় লিপ্ত,কাছে টেনে নাও,
এতটা খারাপ নই সাথী, ভালোবাসা দাও,
জীবনের সাথে লড়তে হবে,বোরিং কঠিন পথ,
নব শিক্ষণ সহ্য ক্ষমতা,সইতে হবে ক্ষত,
বোরিং নয় মৃত্যু যম,ধৈয্য ধরো প্রহরী,
মুশকিল আসান নূতন দিশা, 'ঘিরে মনকে গড়ি,
বোরিং নেই ঔষধ জেনো,নিজেই সবের কারণ,
চেষ্টা করো নূতন করার,জিতিবে মায়াবী রণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।