পাখি
- প্রবীর রায় - ছোটদের কবিতা
ওগো পাখি ওগো পাখি,
তোমার সুরে স্নেহ মাখি,
তুমি হলে গাছের রানি,
শুভ সকাল ডাকি আনি,
সবার আগে জাগো তুমি,
জাগাও যারা আছে ঘুমি,
তুমিও কি দাঁতন করো?
প্রভাত বেলায় পুঁথি পড়ো,
গাছের ডালে বাসা গড়ো,
ছানার ক্ষুধায় উদর ভড়ো,
সারাটা আকাশ ছুটে চলো,
কিচিরমিচির কথা বলো,
নাচো খুশিতে পেখন তুলে,
ব্যথা দুঃখ সবই ভুলে,
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।