চাঁদ মামা
- প্রবীর রায় - ছোটদের কবিতা

চন্দ্র তুমি সবার মামা,
পড়নে নাও ধূসর জামা,
আসমান ঠাঁই তোমার কোলে,
বুকের মাঝে মেঘ যে দোলে,
তুমিতো কভু একা নই,
তোমার পাশে সৃষ্টি রই,
যাচ্ছ কোথা একটু দাঁড়াও,
লুকিয়ে বাদলে শিশুকে কাঁদাও,
যদি তুমি ছারি যাও,
বুঝবো না চোখ দেখা দাও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।