কেড়ে নাও ঐ রাজদণ্ড
- অরুণ কারফা

আমি দেখেছি কত হাঁস মুরগির মত
মানুষকে পাচার হতে
দেখেছি বিনা দোষে দেশ চলে যেতে
তাদের অন্য কোন দেশেতে।

আবার দেখেছি কত বিদেশীকে
হাঙ্গরের মত এসে
হাঁস মুরগির মত খেয়েছে মানুষকে
শেষ রক্তটুকু চুষে।

তবু সাধ হয় দেখি মানুষ দাঁড়িয়েছে
ঘুরে প্রতিকারের খোঁজে
খেদিয়ে দিয়ে বিদেশীকে দেশ হতে
মিলিত প্রচেষ্টায় সহজে।

তবে এও চাইনা সেই বিদেশীর জায়গাটা
নিক দেশী স্তাবকেরা
তাহলে তো আবার সেই শোষিত হবে
নিচুতলার মানুষেরা।

এর জবাবে তাই আজ আমি চাই
সর্বসাধারণ এগিয়ে এসে
তুলে নিক ক্ষমতা নিজেদের হাতে
দেশমাতাকে ভালবেসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।