ধামরাই সরকারি কলেজ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধামরাই সরকারি কলেজের
প্রেমে পড়েছি,
তার সবুজ মাঠের প্রেমে পড়েছি।
.
ধামরাই সরকারি কলেজের
মনোমুগ্ধকর পরিবেশ দেখে প্রেমে পড়েছি।
.
ধামরাই সরকারি কলেজ যদি কোন নারী হতো
তবে সত্যি তার প্রেমে পড়তাম।
.
আহ্ কি রূপ কলেজের
কলেজের হাসি দেখে আমিও
আনন্দের জোয়ারে ভাসি।
.
মাঝে মাঝে ধামরাই সরকারি কলেজের গোঙ্গানি শব্দ শুনতে পাই
ও নাকি আবার রঙিন হতে চায়,
আগের ভরা যৌবন ফিরে পেতে চায়।
.
ধামরাই কলেজের বক্ষে কিছু স্মৃতি
আঁকতে চলছি,
এখন শুধু কলেজের শিক্ষার্থী
প্রিয় স্যারদের একটু ভালবাসা প্রয়োজন।
.
তবেই হয়তো পারবো কিছু স্মৃতি আঁকতে
ধামরাই সরকারি কলেজের বক্ষে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।