নিষিদ্ধ মানব হকে চলেছি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
অচলায়তন সমাজের কথা বলেছি
পতিতাদের স্বাধীনতার কথা বলেছি,
সমকামিতার পক্ষে কথা বলেছি
তাই নিষিদ্ধ মানব হতে চলেছি।
.
হিজড়াদের স্বাধীনতার কথা বলেছি
সকল গোড়ামীর বিরুদ্ধে কথা বলেছি
তাই নিষিদ্ধ মানব হতে চলেছি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।