কে তুমি তিলোত্তমা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কে তুমি তিলোত্তমা তোমায় তো আগে দেখিনি
এমন বেশে,
তোমায় দেখে আমার অন্তরে কেন আজ হাসে?
.
বলো হে তিলোত্তমা কিসে দিলে
মম তরে দেখা,
তোমায় ছাড়া কিছু ভাল লাগে না
লাগে বড্ড একা।
.
হে তিলোত্তমা এ কোন অসুখ
দিলে আমার বক্ষে,
তোমায় ছাড়া ভাল লাগে না
বক্ষ মাজার যে পর্যদুস্ত হয়েছে
প্রেম যক্ষে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-১০-২০১৭ ২০:৪৬ মিঃ

কে তুমি তিলোত্তমা তোমায় তো আগে দেখিনি
এমন বেশে,
তোমায় দেখে আমার অন্তরে কেন আজ হাসে