ভীমরতি
- সোহেল আহমদ ২৪-০৪-২০২৪

আয়েশ করে পায়েস খেয়ে খায়েশ মেটালাম,
ভূড়ি যতই বাড়ছে তাতে কি-
জিভটাকে তো সান্ত্বনা দিলাম!

পরম লোভে নরম খাদে শরম ডোবালাম,
শক্তি যতই কমছে তাতে কি-
ইচ্ছেকে তো পূর্ণতা দিলাম!

ফাগুন দিনে আগুন দিয়ে বেগুন পাকালাম,
চর্মরোগে ভুগবো তাতে কি-
প্রবৃত্তি তো নিভৃত করলাম!

লহর বেঁধে জহর খেয়ে প্রহর কাটালাম,
প্রাণটা পুড়ে যাচ্ছে তাতে কি-
রঙিন নেশায় মন তো জুড়ালাম!

মরণ ভুলে বরণ-ডালায় চরণ সঁপিলাম,
বিবেকটা যে হারছে তাতে কি-
ভণ্ডামিতে জিতে তো দিলাম!

১৩/১০/২০১৭ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।