সমস্ত অঙ্গনার মাঝে ভালবাসা বিলাতে চাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমায় মার্জনা করবেন
এ বক্ষের অফুরন্ত ভালবাসা
শুধু আপনার তরে বিলাতে পারবো না
হে তিলোত্তমা অঙ্গনা।
.
এই অখিলের সমস্ত
অঙ্গনার মাঝে ভালবাসা বিলাতে চাই,
আপনাকে ভালবেসে যাওয়া বিষবৃৎ এর মতো
আমি চাই না আপনার বক্ষে তৈরি হোক ক্ষত।
.
আমি নিগড় পরে ভালবাসা বিলাতে চাই না
আমার বক্ষের অফুরন্ত ভালবাসা বিলাতে চাই
একটু স্বাধীনতা চাই,
সব অঙ্গনা কে ভালবাসতে চাই হে তিলোত্তমা অঙ্গনা?
.
প্রশ্ন কোরো না ভুলে যাও
ভালবাসা স্বাধীন ভাবে বিলাতে দাও
সকল অঙ্গনার মাঝে.........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।