বসন্তের আশীর্বাদ
- অরুণ কারফা

বিদায় কালে বসন্ত বলে
ওরে তোরাএসে দলে দলে
মন দেওয়া নেওয়া
করে নে সকলে।

এরপর আসলে ঝলসানো বিকাল
শুকিয়ে যাবে নদী নালা খাল
না ফুটলে আর পুষ্প বাগানে
মৌও আসবে না তখন সেখানে
তার চেয়ে বরং তোরা এই বেলা
মন দিয়ে কর রঙের খেলা
কে জানে কে বলতে পারে
মনের কোণের ধূলি ঝেড়ে
হয়ত পেলেও সামান্য ভালবাসা
আপাতত ঘুচবে তাই দিয়ে হতাশা।

এরপর নতুন বছর এলে
নতুন প্রত্যাশার জন্ম হলে
এগিয়ে যাবি সামনের দিকে
লক্ষ্যটাকে মাথায় রেখে
আমিও আসব নতুন ভাবে
আগামী বর্ষের অন্তিম পর্বে
দেখতে শোষিতের হাতে রাজদণ্ড
গর্জে উঠতে সদর্পে সদম্ভে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।