আসল নকল-দুই
- ফয়েজ উল্লাহ রবি
এতো নকল চার পাশেতে
সয়না তো আর মনে,
আসল যে নেই কারো কাছে
নকল জনে-জনে।
বলার ছিলাম আসল কথা
হয়নি তো ভাই বলা,
সহজ-সরল পথে চলতে
গিয়ে, হয়নি তো চলা।
একাই আমি আসল নিয়ে
আঁকড়ে ধরে আছি,
যতোই বাধা আসুক, তবু
আসল নিয়েই বাঁচি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।