ভালো-মন্দ
- ফয়েজ উল্লাহ রবি
চমৎকার সব বস্তু গুলো
হয়ে যাচ্ছে নকল,
গুরুত্ব সব জায়গা গুলো
করে নিচ্ছে দখল।
শিক্ষার উচা আসনে বসে
কর্তা সাজে বকলম,
- ব্যবস্থা সব করবে মাটি
ধ্বংস করে নেবে ধম।
ভালো মানুষ সাজে মন্দ লোক
করে সমাজ শাসন,
শাদা মনের মানুষ কাদায়
হারায় তার আসন।
আগস্ট ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।