ঝোড় শ্লোক
- দেবজ্যোতিকাজল - অনুকবিতা ২৭-০৪-২০২৪

এখানেই ছিল এক জোড়া পায়ের ছাপ
কড়া রৌদ্রে গিয়েছিল শুকিয়ে
বাতাসে ছিল তার অনুভূতি গন্ধ ।

আজ এই ছাপ ধূলো হয়ে ওড়ে
আমার যাওয়া-আসার সদর দরজায়
মিশে যায় ,
দেহের কোষে- একাকারে
সময়ের কাছে আমি দাসত্ব প্রতিদিন
জীবন্ত রাখি সে সব স্মৃতি
যা-তে তোমাকে বহুদিন বাঁচতে পারি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।