লোলিত লাবণীর বেশ
- তানজির উদ্দিন
দিবসের রক্তিম খেলায় এখন দূরে মিলিলে প্রদীপ্ত রবি
কাননে কাননে বৃক্ষশাখে এবার জাগলে কাকলি -
কল কাকলি,
প্রদীপ্ত ভাস্বরে নিভু নিভু আলোয় এবার ডুবিল রবি
দূর হতে পাখিরা এলো ফিরে ঘরে শুনি কাকলি-
কল কাকলি;
ওরে এই বিদগ্ধ দিবসের শেষে তৃষ্ণা মেটায় রক্ত আবীর মেখে ক্লান্ত রবি
মেটায় প্রাণ পিপাসা এক নিবিড় সান্ত্বনায় ।
সব পাখিরা ফিরে এল ঘরে বৃক্ষশাখে আপন নীড়ে
দূর তল্লাটের শ্রান্ত সফর শেষে এবার শূন্যতা ঘেরে,
ওগো মাতা -
এবার ফিরিয়ে নাও তব ঊষার ছাউনি বিলাও মধুরি বচন
কল কল করি মোর দোরে আসি ফিরিবে সকল ব্যথাতুর বচন ।
এখন প্রদীপ্ত বেলার শেষ ক্ষণ জড়ায় শূন্য হাহাকারে
এখন প্রদীপ্ত বেলার শেষ ক্ষণ বিলায় শূন্য শূন্য লহরে,
কল কল কল করি দূরে কাদম্বিনী বহে চলে অবিরত
ক্ষণে ক্ষণে ক্ষণে মুগ্ধ করা এই বেলার শেষক্ষণে কল্লোল জাগে শত|
ওগো লাবণ্যময়ী মাতা-
সাজিয়াছ আজি এ কী রূপের আলিঙ্গণে
তেষ্টায় রূপ তেষ্টায় ঘরে ফিরিলে মোর ঘর প্রাঙ্গণে ।
এবার দূরে শূন্য হল দিগন্ত মোর
এবার দূরে শূন্য হল আঙ্গিনা মোর,
এবার ও পূজো মন্দিরে আসি লও ওহে অধিশ্বরী-
প্রার্থনার বৃথা অভিনয়ে এবার করি শূন্য আচরি ।
বন্ধ করো বেলার আনাগোনা মোর ঘরে,
- রবি
বন্ধ করো তোমার কুহুগীতি তেজী রূপঘরে;
- রবি
এবার ফিরে চলো ঘরের পানে সাঙ্গ করি আপনার খেলা |
সান্ধ্য প্রদীপ জ্বালাও
প্রদীপ জ্বালাও,
আলোয় এবার পরিস্ফুটিত করো মোর আঙ্গিনা|
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।