পরিবর্তন
- প্রবীর রায় ১৯-০৪-২০২৪

স্বপ্নগুলো আজ বরফের ন্যায় জমাট বেঁধেছে,
বাতাসের প্রতিটি কণা বিষাক্ত জীবাণুতে আক্রান্ত,
সমুদ্রের উত্তাল ঢেউ নিয়ত ফাঁপরে উঠছে আর
ন্যাড়া গাছ একলা দাঁড়িয়ে কেউ পরোয়া করেনা,
ঘুমের মাঝে হঠাৎ আঁতকে উঠি,আঁখি বদ্ধকালে
যা দেখি তা বাস্তবের সাথে একদম অমিল,সৃষ্টির বুকে
চাঁদ পূর্ণিমার কথা ভুলে গেছে,এখন শুধু অমাবস্যার শাসন,তারাগুলো লজ্জাই লুকিয়ে গেছে,গগন বুকে ছায়াপথ ছাড়া সবি অদৃশ্যমান,নিমপাতা আজ আর তেতো লাগেনা বরং মনটাই প্রলোভনে তিক্ততার শিকার, শহরের সরুগলি আজ বৃহদাকার পথের রাজা,
প্রদীপশিখা তার নিজতেজ ভুলেছে,যেন দাউদাউ করে কারো বাসভূমি জ্বলছে,উন্নতির পথে সমাজ সহানুভূতির কথা ভুলেছে,বশ করেছে দৈহিক সুখ কামনা,সৃষ্টির সব যেন পরিবর্তন আজ নিজ দম্ভে,
রাত আজ দিন রূপে আর দিন-রাত রূপে দৃশ্যমান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।